ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সোনামসজিদ চেকপোস্ট দিয়ে ১৩ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত

আমিনুল ইসলাম, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে  রোববার সকালে ১৩ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

সকাল ১১টায় বিডিআর ও বিএসএফের মাধ্যমে তাদেরকে ফেরত পাঠানো হয়।



এরা হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের কায়েশ শেখ, পারচৌকা গ্রামের তাফজুল শেখ, একই গ্রামের বাসেদ শেখ, গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজার এলাকার শ্যামল দাশ, নগেন ঋষি, রংপুর জেলার গঙ্গারচর উপজেলার আল-দাদপুর গ্রামের পরিমল চন্দ্র রায়, নওগাঁ জেলার সাপাহার উপজেলার আল্লাদিপুর গ্রামের শুকুরুদ্দীন, একই জেলার পোরশা উপজেলার পশ্চিম দেওলিয়া গ্রামের জমিনি ওরান, জয়মনি ওরান, বুধিনি ওরান, সেফালি ওরান, অনিন্ত ওরান ও ভারতী ওরান।

চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেল্স ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবু বকর আবু বাংলানিউজকে জানান, ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এরা বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়ে মালদহ জেলা কারাগারে বিভিন্ন মেয়াদে করা ভোগ করেন।

তিনি বলেন, ‘কারা ভোগ শেষে ভারতীয় পুলিশ বিএসএফ’র মাধ্যমে তাদেরকে বাংলাদেশ পুলিশের কাছে বিডিআর এর উপস্থিতিতে হস্তান্তর করে। পরে তাদেরকে আত্মীয়-স্বজনদের কাছে হস্তন্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।