ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাছ কাটার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

ওয়ালিউল্লাহ, জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০
গাছ কাটার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বিচারে দফায় দফায় গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

রোববার দুপুর সাড়ে ১২ টায় ‘পরিবেশের পে জাহাঙ্গীরনগর’ নামের ব্যানারে শতাধিক শিক-শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্য়ের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।



পরে এক সংপ্তি সমাবেশে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় কোনও ব্যবসার জায়গা নয় যে এখানে মাছ চাষ করতে হবে। গাছ বিক্রি করতে হবে। ’

সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘জাবিতে গাছ কাটা হয়েছে। আপনারা এটা আমলে নিন। বিচার করুন। ’   

সমাবেশে অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, ‘প্রশাসন গাছ কেটে প্রমাণ করেছে যে তারা যা ইচ্ছা তাই করতে পারে। ’

মানববন্ধরে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক শামছুল আলম সেলিম, নাসরিন খন্দকার, মনোয়ার হোসেনসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

এর আগে গত বৃহস্পতিবার গাছ কাটার প্রতিবাদে শিার্থীরা কালো ব্যাচ ধারণ ও বিক্ষোভ মিছিল করেন।

উল্লেখ্য, ঈদের ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রধান ফটক থেকে সড়ক দ্বীপের ৩৬টি গাছ কেটে ফেলে। এর পর গত শনিবারও মওলানা ভাসানী হলের ১০টি গাছ কেটে ফেলে তারা।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।