ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিডিআর বিদ্রোহ: দিনাজপুরে ১৭ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি শুনানি ও অভিযোগ গঠন

সানি সরকার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

দিনাজপুর: বিদ্রোহের ঘটনায় দিনাজপুর-২ রাইফেলস ব্যাটালিয়নের ১৩ জওয়ানের বিরুদ্ধে অভিযোগের শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১৭ জানুয়ারী।

এছাড়া দিনাজপুর বিডিআর সেক্টরের ৫৭ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন ও বিচারের নির্ধারণ করা হয়েছে আগামী ১ ফেব্রুয়ারি।



রোববার দিনাজপুর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৩ এ দিন ধার্য করেন। সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত দ্বিতীয় দিনের বিচারকার্য চলে। বিচার চলাকালে ৭০ জন বিডিআর সদস্যকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। বিডিআর সদস্যদের বিরুদ্ধে আনীত অভিযোগ বিডিআর সদস্যদের পাঠ করে শোনানো হয়।  

বিচারকার্যে বিশেষ আদালতের সভাপতির দায়িত্ব পালন করেন দিনাজপুর বিডিআরের সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহমেদ।
 
আদালতের বিচার কার্যে নিয়োজিত অপর তিন সদস্য হলেন লে. কর্নেল মাহফুজুর রহমান, মেজর দিদার আল-লতিফ এবং অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট বিশ্বজিৎ রায়।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।