ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গভীর সমুদ্রবন্দর স্থাপন আইনের খসড়া চূড়ান্ত : নৌ-পরিবহন মন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০
গভীর সমুদ্রবন্দর স্থাপন আইনের খসড়া চূড়ান্ত : নৌ-পরিবহন মন্ত্রী

ঢাকা: গভীর সমুদ্রবন্দর স্থাপন সংক্রান্ত আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান।

রোববার সকাল ১০টায় রাজধানীর বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত ‘গভীর সমুদ্রবন্দর সেল’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



মন্ত্রী বলেন, ‘গভীর সমুদ্রবন্দর স্থাপনের সরকারি সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য এ আইন করা হচ্ছে। ’ আগামী সংসদ অধিবেশনে এ আইন পাশ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘৩টি পর্যায়ে এই গভীর সমুদ্রবন্দরটি নির্মাণ করা হবে।   এর নির্মাণব্যয় ধরা হয়েছে ১৫ হাজার ৯শ ৮৬ কোটি টাকা। ’

বন্দর নির্মাণে শতকরা ৩০ ভাগ অর্থায়ন করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বাকি ৭০ ভাগ অর্থায়ন সরকার, বেসরকারি এবং বিদেশি দাতা সংস্থার মাধ্যমে করা হবে বলে জানান তিনি।

নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান আরো বলেন, ‘চট্টগ্রাম সমুদ্রবন্দরের কাছে এ গভীর সমুদ্রবন্দর নির্মিত হবে। আগামী ২০১৬ সালে প্রথম পর্যায়ের নির্মাণকাজ শেষ হবে। ’

তিনি বলেন, ‘এ বন্দরের মাধ্যমে নেপাল, ভুটান, চীনের দক্ষিণাঞ্চল, মিয়ানমার এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য সহজতর হবে। ’

অভ্যন্তরীণ নৌপথগুলো আবার চালু করতে না পারলে গভীর সমুদ্রবন্দর  নির্মাণের কার্যক্রম ব্যাহত হবে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার অভ্যন্তরীণ নদী খননের জন্য এক হাজার একশ ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন। ’

এসব নদী খননের কাজ দ্রুত সম্পন্ন করতে ৫০টি ড্রেজার লাগবে বলে তিনি জানান। তিনি বলেন, ‘সরকার ২০টি ড্রেজার কেনার নির্দেশ দিয়েছে। এরই মধ্যে ৩টা কেনা হয়ে গেছে। এগুলো আগামী বছরের এপ্রিলের মধ্যে আসবে। ’

সমুদ্র পরিবহন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও গভীর সমুদ্রবন্দর সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন এ কে এম শফিকউল্লাহ বলেন, ‘এ বছর ৩০ মিলিয়ন ডলার আন্তর্জাতিক বাণিজ্য হয়েছে এবং প্রতি বছরই এটা ৯ দশমিক ৮ হারে বাড়ছে। ’

এ সেল উদ্বোধনের পর এ বাণিজ্য আরও বাড়বে বলে আশা করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান হাওলাদার, গভীর সমুদ্রবন্দর সেল, নৌপরিবহন মন্ত্রণালয় এবং জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad