ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জয়পুরহাট আইনজীবী সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী পরিষদের নিরঙ্কুশ জয়

মাজেদ রহমান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

জয়পুরহাট: জয়পুরহাট জেলা আইনজীবী সমিতি বার্ষিক নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ এককভাবে বিজয়ী হয়েছে। শনিবার রাতে ভোটের ফলাফল জানানো হয়।



বিএনপি সমর্থক মতিয়োর-রফিকুল প্যানেল ২টি সদস্যপদ বাদে ১৫ পদে এককভাবে নির্বাচিত হয়েছে।

সদস্যপদ দু’টি পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।   তবে ওই দু’টি পদে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের কেউ প্রতিদ্বন্দ্বিতা করেননি বলে জানা গেছে।  

মতিয়োর রহমান ৯২ ভোট পেয়ে সভাপতি এবং রফিকুল ইসলাম তালুকদার (তরুণ) ১০০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

দুটি প্যানেলে ১৭টি পদের জন্য ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আরিফ উদ্দিন আহম্মেদ বাংলানিউজকে জানান, সভাপতি পদে মতিয়োর রহমান এবং সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম তালুকদার  পুনর্নির্বাচিত  হয়েছেন।

১৬৮ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ১৬১ জন।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।