ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ চলছে

শেখ হেদায়েতুল্লাহ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

খুলনা: খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বেলা ৩টা পর্যন্ত।



নির্বাচনে ১৪টি পদের জন্য দু’টি প্যানেলের ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জানা গেছে দু’টি প্যানেলই দু’টি রাজনৈতিক জোটের সমর্থনে গড়া হয়েছে।

মহাজোট সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাড. মঞ্জুর-উল-আলম এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাড. আনিসুর রহমান পপলু।

অপরদিকে চারদলীয় জোট সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে অ্যাড. মাসুদ হোসেন রনি এবং সাধারণ সম্পাদক পদে অ্যাড. এস এম মজিবুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীরা আশা করছেন, নির্বাচনে ৯৫৮ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।