ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মধ্যপাড়ায় খনি শ্রমিকদের দ্বিতীয় দিনের কর্মবিরতি শুরু

সানি সরকার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

দিনাজপুর: দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের ২৮৯ জন শ্রমিক ৭ দফা দাবিতে রোববার দ্বিতীয় দিনের মতো তাদের কর্মবিরতি পালন করছে। শনিবার সকাল ৯টায় তারা কর্মবিরতি শুরু করে।



মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, ‘আমরা আমাদের চাকরি নিশ্চিত করার দাবিতে কর্মবিরতি পালন করছি। ’

তিনি বলেন, ‘চাকরিতে পূনর্বহাল করা হলেই আমরা কর্মবিরতি থেকে সরে গিয়ে কাজে যোগ দেবো। ’

মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের মহা-ব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) আবুল বাশার বাংলানিউজকে জানান, ‘এখন আন্দোলনরত শ্রমিকরা ঠিকাদারি প্রতিষ্ঠান ব্লু স্টারের কর্মচারী। ব্লু স্টার কর্তৃপ শ্রমিকদের পূনর্বহাল করবে কি না তারাই ভালো জানে। ’

শ্রমিকরা তৃতীয় পরে হওয়ায় তাদের সঙ্গে আলোচনায় বসার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।

এ ব্যপারে ব্লু স্টার সার্ভিসেস চিফ লিয়াজোঁ অফিসার এস আর পাটোয়ারী বলেন, ‘শ্রমিকরা যদি খনি কর্তৃপরে সঙ্গে মীমাংসা করতে পারেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই। ’

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর বেলা আড়াইটায় আউট সোর্সিং ঠিকাদারি প্রতিষ্ঠান ব্লুু স্টারের লিয়াজোঁ অফিসার উজ্জ্বল দত্ত শর্তভঙ্গের অজুহাতে মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের কর্মরত শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ-সভাপতি সাদেকুল ইসলাম ও শ্রমিক শহিদুল ইসলামকে বরখাস্তের আদেশ দেন। সেইসঙ্গে খনির আরও ১৫/২০ জনের নামে মামলা দায়ের করা হয়। এর প্রতিবাদে শ্রমিকরা শনিবার থেকে কর্মবিরতি পালন করছে।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ