ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, ব্রিজ ভেঙ্গে যোগাযোগ বন্ধ

এম আকবর টুটুল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, ব্রিজ ভেঙ্গে যোগাযোগ বন্ধ

বাগেরহাট: বাগেরহাটে রোববার ভোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে। অপর দুর্ঘটনার কারণে বাগেরহাটে-পাটগাতী সড়কের বেইলি ব্রিজ ভেঙ্গে ওই রুটে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।



পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বাগেরহাট মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাটের ফয়লাহাট বিমান বন্দরের কাছে মুরগী বোঝাই একটি নসিমন দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে মুখোমুখি ধাক্কা দিলে নসিমন চালক সিরাজ ফকির (৪৫) ও হেলপার আব্দুর রউফ মোল্লা (২৫) ঘটনাস্থলেই নিহত হয়।

নিহতদের বাড়ি ফকিরহাট উপজেলার মাসকাটা গ্রামে। তারা মংলার দিগরাজ বাজার থেকে মুরগী নিয়ে খুলনায় যাচ্ছিলেন বলে পুলিশ জানায়।

অপরদিকে পাথরবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট ২৪৭৪) ধাক্কায় বাগেরহাট পাটগাতি সড়কের চিতলমারী বাজারের বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাকসহ নদীতে পড়ে যায়। এ ঘটনায় নজরুল ইসলাম নামে এক পথচারী আহত হন।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad