ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

থানা কম্পাউন্ডে মাতলামি: বেনাপোলে এসআই স্ট্যান্ড রিলিজড

জামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

বেনাপোল: মদ খেয়ে থানার মধ্যে মাতলামি করার অভিযোগে রোববার সকালে বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আজমল হুদাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু বক্কর সিদ্দিকী বাংলানিউজকে জানান,  গত শুক্রবার রাতে থানাপুলিশ এক অভিযানে কয়েকটি অবৈধ মোটরসাইকেল আটক করে।

  পরে অর্থের বিনিময়ে ওই রাতেই কয়েকটি মোটরসাইকেল ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে ওসি’র সঙ্গে এসআই আজমল হুদা, উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল আলম তুহিন, মোহাম্মদ আলী ও তার সহযোগী জেন বাবলুর বাকবিতণ্ডা হয়। এরই একপর্যায়ে এসআই আজমল হুদা, ছাত্রলীগের সভাপতি তারিকুল আলম তুহিনসহ তাদের সঙ্গে থাকা অন্যরা মদ খেয়ে মাতলামি করতে থাকেন।

বিষয়টি জানতে পেরে পুলিশ সুপার কামরুল আহসান ওই রাতেই পোর্ট থানার ওসিকে নির্দেশ দেন এসআই আজমল হুদা, ছাত্রলীগের সভাপতি তারিকুল আলম তুহিনসহ ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি করার। এরই পরিপ্রেেিত এসআই আজমল হুদাকে রোববার সকালে স্ট্যান্ড রিলিজ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।