ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ১৩৫

শরীফ সুমন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১০

রাজশাহী: হরতালে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কাসহ বিভিন্ন অভিযোগে রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় ছাত্রদল নেতাসহ ১৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর মধ্যে রাজশাহী মহানগরীর চার থানায় ১৫ জন এবং জেলার ৯ থানায় গ্রেপ্তার হয় ১২০ জন।

গ্রেপ্তারকৃতদের বেশির ভাগই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী। এদের মধ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রদলের আহ্বায়ক আহমেদ হোসেনও রয়েছেন।

ছাত্রদলের দু’জন কর্মীসহ তাকে নগরীর মতিহার থানা পুলিশ গ্রেপ্তার করে।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বাংলানিউজকে জানান, গত ১৪ নভেম্বর হরতালের বিশৃঙ্খলার ঘটনায় দায়ের করা মামলা ছাড়াও বিভিন্ন অপরাধে তাদের গ্রেপ্তার  করা হয়েছে।
 
এদিকে রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) এস এম রোকন উদ্দিন বাংলানিউজকে জানান, গত রাতে জেলার ৯ উপজেলায় বিভিন্ন মামলায় ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদের মধ্যে পবা থানায় ১১ জন, গোদাগাড়ীতে ২০ জন, তানোরে ৪ জন, মোহনপুরে ১১ জন, বাগমারায় ২০ জন, চারঘাটে সর্বোচ্চ ৩৫ জন, বাঘায় ২০ জন, দুর্গাপুরে ২০ জন গ্রেপ্তার করা হয়।

 রোকন উদ্দিন বলেন, ‘আজ (শনিবার) দুপুরের মধ্যেই তাদের আদালতে চালান দেওয়া হবে। ’

নগরীসহ রাজশাহী জেলায় পুলিশের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ