ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মতিঝিলে র‌্যাবের গুলিতে তিন ছিনতাইকারী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১০

ঢাকা: রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে শনিবার রাতে ছিনতাই করে পালানোর সময়  র‌্যাবের গুলিতে তিন ছিনতাইকারী আহত হয়েছেন।

গুলিবিদ্ধ অভিযুক্ত ছিনতাইকারীরা হলেন-ইসমাইল হোসেন(৩৫), ফারুক আহমেদ(৪৪) ও মামুন (২৮)।



র‌্যাবের উপ-সহকারী পরিচালক মো. মাসুদ বাংলানিউজকে জানান, রাত দু’টার দিকে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে ছিনতাই করছিল। এ সময় র‌্যাবের টহল দলটি ছিনতাইকারীদের বাধা দিতে গেলে র‌্যাবকে লক্ষ করে গুলি ছুঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। পাল্টা গুলি ছোঁড়ে র‌্যাবও।

এ সময় পায়ে গুলিবিদ্ধ হয়ে তিন ছিনতাইকারী আহত হলে তাদের রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১০  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।