ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় মাদ্রসাছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ইভটিজারের ৩ মাসের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১০
ভোলায় মাদ্রসাছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ইভটিজারের ৩ মাসের কারাদণ্ড

ভোলা: জেলার দৌলতখানে শনিবার  মাদ্রসাছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মাকসুদ (২৮) নামের এক বখাটের ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিকাল ৪ টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম এ আদেশ দেন।



দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির ও ভ্রাম্যমাণ আদালত সুত্র জানায়, শনিবার দুপুরে দৌলতখান হোসাইনিয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর এক ছাত্রী (১৪) মাদ্রাসা থেকে বাড়ি ফেরার সময় একই এলাকার বখাটে মাকসুদ অশোভন কথা বলে জড়িয়ে ধরার চেষ্টা করে।
এ ঘটনায় ওই ছাত্রীর চিৎকারে লোকজন ছুটে এসে বখাটে মাকসুদকে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বিকাল ৪ টায় পুলিশ মাকসুদকে ভ্রাম্যমাণ আদালতের কাছে পাঠালে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম বাদী-বিবাদী ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ শেষে মাকসুদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, উপযুক্ত প্রমাণের ভিত্তিতে  ইভটিজার মাকসুদকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগের দিন শুক্রবার রাতে ইভটিজিংয়ের অভিযোগে ভোলা সদরে অপর এক ইভটিজারের ৩ মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত ।

বাংলাদেশ সময়: ১৭৪০ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।