ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাবির আন্তঃবিভাগ ক্রিকেটে ইতিহাস বিভাগ চ্যাম্পিয়ন

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১০
জাবির আন্তঃবিভাগ ক্রিকেটে ইতিহাস বিভাগ চ্যাম্পিয়ন

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ইতিহাস বিভাগ।

শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা নৃবিজ্ঞান বিভাগকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা লাভ করে।



নৃবিজ্ঞান বিভাগ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৫ রান করে। দলের পক্ষে হাবিবুল্লাহ ৩৩ ও ফরিদ ৩১ রান করেন।

ইতিহাসের লিমন ১৬ রান দিয়ে ৩ ও রিয়েল ৭ রান দিয়ে ২ উইকেট নেন।

পরে ব্যাট করে ইতিহাস ১৬ ওভারে ১১৯ রান করে জয় ছিনিয়ে নেয়।

মুশফিকুর রহিম ৫৩ রানে অপরাজিত থাকেন। জাবিদ করেন ২৪ রান।

ম্যাচ সেরা হন মুশফিকুর রহিম। তবে ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কারটি পান ভূগোল ও পরিবেশ বিভাগের আহমেদ রিয়াদ।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ