ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঢাবিতে বহিরাগত যান চলাচল নিষিদ্ধ করার দাবি প্রগতিশীল ছাত্রজোটের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১০

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত যান চলাচল নিষিদ্ধ করার দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।

শনিবার মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে দাবি জানানো হয়।



এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি স্নেহার্দী চক্রবর্তী রিন্টু।

লিখিত বক্তব্যে সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলের কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ক্যাম্পাসে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করাসহ তিন দফা দাবি তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ২৭ নভেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।