ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

জাবিতে আরো ১০টি গাছ কাটল প্রশাসন

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১০
জাবিতে আরো ১০টি গাছ কাটল প্রশাসন

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শনিবার মাওলানা ভাসানী হলের প্রায় ১০টি গাছ কেটে ফেলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে ৭টি মেহগনি ও ৩টি ইপিল ইপিল গাছ রয়েছে।



এর আগে ঈদুল আজহার ছুটিতে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট সংলগ্ন সড়কদ্বীপের ৩৬টি গাছ কাটা হয়।

শনিবারের গাঠ কাটা প্রসঙ্গে মাওলানা ভাসানী হলের প্রাধ্য অধ্যাপক ড. মো. খবির উদ্দীন বাংলানিউজকে বলেন, ‘গাছগুলো ঝড়ে ভেঙ্গে পড়েছিল। তাই প্রায় ৬ মাস আগে হল প্রশাসন ওগুলো কেটে ফেলার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অবগত করে। ’

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট) এবিএম আজিজুর রহমান বলেন, ‘হল কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১৫টি গাছ কেটে ফেলার জন্য চিঠি দিয়ে অনুরোধ করে। তারই পরিপ্রক্ষিতে  গাছগুলো কাটা হয়েছে। ’

তবে হলের আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, ‘মাত্র দু’টি গাছ ঝড়ে ক্ষতিগ্রস্ত হলেও ১০টি গাছ কেটে ফেলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ’  

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সভাপতি নাসির উদ্দিন প্রিন্স বাংলানিউজকে বলেন, ‘প্রশাসন যেভাবে ক্যাম্পাসের বৃক্ষনিধন শুরু করেছে তাতে অচিরেই ক্যাম্পাস বৃক্ষশুন্য হয়ে যাবে। ’  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।