ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২৮তম বিসিএস-এ উত্তীর্ণদের আমরণ অনশনের হুমকি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১০
২৮তম বিসিএস-এ উত্তীর্ণদের আমরণ অনশনের হুমকি

ঢাকা: ২৮তম বিসিএস পরীক্ষায় নন-ক্যাডার পদে উত্তীর্ণ প্রার্থীরা অবিলম্বে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন। দাবি না মানলে আগামী ৩ ও ৪ ডিসেম্বর অনশন এবং পরে আমরণ অনশন পালনেরও হুমকি দিয়েছেন তারা।



শনিবার জাতীয় প্রেসকাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেন ২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার প্রার্থীরা।

মানববন্ধনে বলা হয় ‘তারা নিজ যোগ্যতাবলে সম্পূর্ণ বৈধভাবে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অথচ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রায় ৩৬ হাজার প্রথম শ্রেণীর পদ শূন্য থাকা সত্ত্বেও তাদের নিয়োগ দেওয়া হচ্ছে না।

উল্লেখ্য, প্রায় তিন বছর দীর্ঘ প্রক্রিয়ার পর গত ৩ জুন ২৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষিত হয়। এতে ৫হাজার ১০৫ জন উত্তীর্ণ হন। ক্যাডার পদের সংখ্যা কম হওয়ায় উত্তীর্ণদের মধ্য থেকে ২হাজার ৯১৫ জনকে নন- ক্যাডার পদে নিয়োগের তালিকায় রাখা হয়।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ২৭ নভেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।