ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাহমুদুর রহমানকে আদালতে হাজির করার নির্দেশ প্রধান বিচারপতির

স্টাফ করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, জুলাই ৬, ২০১০

ঢাকা: দৈনিক আমারদেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে আগামি বৃহস্পতিবার সকাল নয়টায় হাইকোর্টে হাজির করার জন্য ডিআইজি প্রিজনকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

মঙ্গলবার প্রধান বিচারপতি মো. ফজলুল করিমের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।



মাহমুদুর রহমানের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আদালত অবমাননা মামলায় মাহমুদুর রহমানকে আদালতে হাজির করতে আবেদন করলে পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মামলার শুনানির জন্য ৪ সপ্তাহ সময় চেয়ে আবেদন করেন।

উল্লেখ্য, দৈনিক আমারদেশ পত্রিকায় প্রকাশিত ’চেম্বার জজ মানেই সরকারের পক্ষে স্থগিতাদেশ ’ শিরোনামে রিপোর্ট প্রকাশিত হলে সুপ্রিম কোর্টের আইনজীবী রিয়াজউদ্দিন খান ও মাইনুল হাসান পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ ৫ জনের নামে আপিল বিভাগে আদালত অবমাননা মামলা করেন। গত ২ জুন এই মামলায় আজ শুনানির তারিখ নির্ধারিত ছিল। শুনানিতে সরকারপক্ষে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বাংলাদেশ স্থানীয় সময়:১:৩০ঘন্টা, ৭ জুলাই ২০১০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad