ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে ফুড প্রোডাক্টস কারখানায় অগ্নিকাণ্ড: ক্ষয়-ক্ষতি কোটি টাকা

মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১০

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের চর শোলাকিয়ায় সোমবার ভোরে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে একটি ফুড প্রোডাক্টস কারখানার সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার ভোর সাড়ে ৪টায় তন্নি-মুন্নি নামে ফুড প্রোডাক্টস কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



এ অগ্নিকাণ্ডে কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে।

এ বিষয়ে ফ্যাক্টরির কর্মকর্তারা জানান, তন্নি-মুন্নি ফুড প্রোডাক্টস কারখানার একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে কারখানার ৫০টি মর্টার, মিকচার মেশিন, মূল্যবান মালামাল ছাড়াও উৎপাদিত ৩০টি পণ্যের সমস্ত উপকরণ পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি গাড়ি দীর্ঘ ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ প্রসঙ্গে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ওসমান গনি জানিয়েছেন, বিদু্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ