ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঘনকুয়াশায় মাওয়া-কাওরাকান্দি রুটে ৭ ঘণ্টা ফেরি চলেনি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০

মাদারীপুর: ঘনকুয়াশার কারণে মাওয়া-কাওরাকান্দি রুটে ফেরিসহ সব নৌযান ৭ ঘণ্টা চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝ নদীতে ওই রুটের সব ফেরি নোঙর করে রাখায় তীব্র শীতে চরম দুর্ভোগ পোহায় যাত্রীরা।


 
বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বুধবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা বেড়ে যায়। এতে সিগন্যাল বাতি দেখতে না পাওয়ায় রাত  ৩টায় ফেরিসহ সকল নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়।

সূত্র জানায়, এ সময় রুটটির সবক’টি ফেরি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়। ফলে ফেরিগুলোতে থাকা দেড় শতাধিক পরিবহনের শিশু ও নারীসহ প্রায় ৫ সহস্রাধিক যাত্রী নদীবুকে আটকা পড়ে তীব্র শীতে চরম দুর্ভোগ পোহায়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘনকুয়াশার প্রকোপ কমলে বৃহস্পতিবার সকাল ১০টায় ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল স্বাভাবিক হয়।

বিকেলে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত উভয় ঘাটে দু’শতাধিক যানবাহন আটকে ছিল।
 
এ প্রসঙ্গে বিআইডব্লিউটিসির কাওরাকান্দি ঘাট টার্মিনাল সহকারী মোঃ সেলিম আহমেদ বলেন, ‘রাত  ৩টা থেকে ফেরিসহ সকল নৌ চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে ৭ টায় ১০ মিনিটের জন্য চালু হয়ে আবার বন্ধ হয়ে যায়। ’

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad