ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আ’লীগের বিজয় র‌্যালি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০

ঢাকা: সহরোয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পর্যন্ত বিজয় র‌্যালি করেছে আওয়ামী লীগ। এক বছরের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচারের অঙ্গীকার নিয়ে এ র‌্যালি বের করা হয়।



আওয়ামী লীগের সিনিয়র নেতা সৈয়দা সাজেদা চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম এ র‌্যালির নেতৃত্ব দেন।

ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে এতে অংশ নেন দলের হাজার হাজার নেতা-কর্মী।

র‌্যালি শুরু করার আগে এক সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগ নেতারা বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করায় সরকারকে ধন্যবাদ জানান।

নেতা-কর্মীরাও তাদের উচ্ছাস প্রকাশ করেন।

বাংলাদেশ সময় ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad