ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

এতদিন যুদ্ধাপরাধীদের বিচার না হওয়াটাই অস্বাভাবিক: খোকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০

ঢাকা: মুক্তিযুদ্ধের এতদিন পরও যুদ্ধাপরাধীদের বিচার না হওয়াটা অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী উদ্যানে ২ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধাদের এক পুনর্মিলনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।



মেয়র খোকা বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে আমার বলার কিছু নেই। এটা যে এত দিন হয়নি তাই অস্বাভাবিক ঘটনা। এর দায়ভার এর আগে ক্ষমতাসীন সবাইকে নিতে হবে। ’

মেয়র আর বলেন, ‘যে উদ্দেশ্য নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম, তা হলো এক সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ। আমরা আজো সে লক্ষ্যে পৌঁছাতে পারিনি। ’

মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স কমানোর বিষয়ে মেয়র বলেন, ‘এ বিষয়ে আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। রাষ্ট্রের রাজস্ব কমানো বা মওকুফের ক্ষমতা একমাত্র রাষ্ট্রপতির। ’

অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন স্বাধীনবাংলা বেতারের শিল্পীরা। তবে অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্মরণ না করায় উপস্থিত মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে তারা যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেন।

উল্লেখ্য, প্রতি বছর মুক্তিযোদ্ধাদের এ পুনর্মিলনী অনুষ্ঠানের মূল আয়োজকের দায়িত্ব পালন করেন  মেয়র খোকা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) আইনুদ্দিন বীরপ্রতীক, ব্যারিস্টার শাজাহান ওমর বীর উত্তম ও মেজর (অব.) সৈয়দ মিজান।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।