ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইলে বিস্ফোরণে নিহত ২, আহত ৭

তপু আহমেদ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০
টাঙ্গাইলে বিস্ফোরণে নিহত ২, আহত ৭

টাঙ্গাইল: শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের ভিক্টোরিয়া রোডের সাহা সুপার মার্কেটে প্রচণ্ড এক বিস্ফোরণের পর ঘটনাস্থলেই এক নারীসহ ২জন নিহত ও ১ শিশুসহ ৭জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩জনের আবস্থা আশংকাজনক।



সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এ বিস্ফোরণের পর শহরজুড়ে আতংক ছড়িয়ে পড়ে । মূহুর্তেই বন্ধ হয়ে যায় শহরের সব মার্কেটের দোকানপাট। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পুরো এলাকা ঘিরে ফেলে।

নিহতরা হচ্ছে সাহা সুপার মার্কেটের শুভেচ্ছা বস্ত্র বিপণীর মালিক মহাদেব সাহার পুত্র রঞ্জন সাহা (২৫) এবং শহরের কলেজপাড়া এলাকার পলাশ মণ্ডলের স্ত্রী শিখা মণ্ডল (২৮)। শিখা ঘটনার সময়ে ওই দোকানে কেনাকাটা করতে এসেছিলেন বলে জানা গেছে।  

আহতরা হচ্ছেন দোকান কর্মচারী গোবিন্দ (২৪), সোলায়মান (৩০), সালমা আক্তার (২৩), আনন (৩) ও দোকান কর্মচারী হৃদয় দাস (১৬)। বাকি ২জনের পরিচয় জানা যায়নি।

তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩জনের অবস্থা আশংকাজনক।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ভিক্টোরিয়া রোডের ক্যাপসুল মার্কেট ও মাহমুদুল হাসান মার্কেটের লাগোয়া ৩তলা বিশিষ্ট সাহা সুপার মার্কেটের নিচতলার দোকান ‘শুভেচ্ছা’য় হঠাৎ প্রচণ্ড বিস্ফেরণের শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা।  

সদর থানার ওসি জসিমউদ্দিন জানান, সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তবে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিস্ফোরণে বারুদের গন্ধ পাওয়া গেছে।    

জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ১৪ মে, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।