ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদারীপুরের রাজৈরে দুই গ্রামবাসীর সংর্ঘষে আহত ২০

এম আর মুর্তজা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

মাদারীপুর: ধান রোপণকে কেন্দ্র করে রোববার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার উল্লাবাড়ি এলাকায় দু’টি গ্রামবাসীর মধ্যে সংর্ঘষে অন্তত ২০ জন আহত হয়েছে।

স্থানীয়রা জানান, ধান রোপণকে কেন্দ্র করে সকালে উল্লাবাড়ি এলাকায় দুলাল বৈদ্যের সঙ্গে মনোরঞ্জন বালার কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে তা সংর্ঘষের রূপ নিয়ে দু’টি গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে। এসময় উভয়প দেশি অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে উভয় পরে অন্তত ২০ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বাংলানিউজকে জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।