ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাইকোর্ট বিভাগে অতিরিক্ত ৪ বিচারপতির শপথ গ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০
হাইকোর্ট বিভাগে অতিরিক্ত ৪ বিচারপতির শপথ গ্রহণ

ঢাকা: হাইকোর্টে নবনিযুক্ত চার অতিরিক্ত বিচারপতি শপথ নিয়েছেন।

প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক রোববার সকালে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে
তাদেরকে শপথ বাক্য পাঠ করান।



চার বিচারপতি হচ্ছেন অবসর প্রস্তুতিকালীন ছুটি কাটানো জেলাজজ ভবানী প্রসাদ সিংহ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব (চলতি দায়িত্ব) আনোয়ারুল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আকরাম হোসেন চৌধুরী এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আশরাফুল কামাল।

এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশের সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি দুই বছর মেয়াদে তাদেরকে এই নিয়োগ দেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ও বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারি করে এ নিয়োগের কথা জানায়।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।