ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মাদারীপুরের নাকসু’র সাবেক জিএস লিটন সড়ক দুর্ঘটনায় নিহত

এম.আর.মুর্তজা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

মাদারীপুর: মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রী সংসদের (নাকসু) সাবেক জিএস ও মাদারীপুর সদর উপজেলা স্বেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন (৩৫) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে মিজানুর রহমান লিটন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।



তিনি জানান, শনিবার রাত ১০টার দিকে কালকিনি থেকে মোটরসাইকেলযোগে একই উপজেলার সমিতির হাটে যাওয়ার পথে খালেকের মোড় নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ খাদে পড়ে গুরুতর আহত হন লিটন।

ওসি জানান, লিটনকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থান মারা যান তিনি।

নিহত লিটন মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের শাজাহান মাতুব্বরের ছেলে।

এ ব্যাপারে কালকিনি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।