ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

চৌদ্দগ্রামে বিডিআর-বিএসফ পতাকা বৈঠক শুরু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, জুলাই ৬, ২০১০

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ডলি রিসোর্ট সেন্টারে মঙ্গলবার সকালে বিডিআর-বিএসএফ বিভাগীয় পর্যায়ের পতাকা বৈঠক শুরু হয়েছে। বাংলাদেশের পক্ষে বিডিআরের ৩৩ সেক্টর কমান্ডার ও ভারতীয় পক্ষে বিএসএফর একজন ডিআইজি বৈঠকে নেতৃত্ব দেবেন।



বিডিআর সূত্র বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানায়, বৈঠকে বাংলাদেশ-ভারতীয় সীমান্তের নো-ম্যন্সল্যান্ডে ভূমি অপদখল, কাঁটাতারের বেড়া প্রসঙ্গ ছাড়াও উভয় দেশের সীমান্ত অঞ্চলের বিরোধপূর্ণ বিভিন্ন বিষয় সমাধানের উপায় নিয়ে আলোচনা হবে।  

বাংলাদেশ সময়: ১১২৫ ঘন্টা, জুলাই ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।