ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় যুদ্ধাপরাধ মামলার বাদীকে নির্যাতনের ঘটনা তদন্তে কমিটি

সাতক্ষীরা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১০

সাতক্ষীরা: যুদ্ধাপরাধ মামলা দায়েরের অপরাধে সাতক্ষীরায় বাদীকে থানা হেফাজতে আটকে নির্যাতনের ঘটনা তদন্তে তদন্ত কমিটি গঠন হয়েছে।

তদন্তের দায়িত্বপ্রাপ্ত এএসপি সার্কেল (সদর) অহেদুজ্জামানকে আগামী ২ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।



কুখ্যাত রাজাকার, জামায়াতের সাবেক এমপি, জেলা জামায়াত নেতা মাওলানা আব্দুল খালেক মণ্ডলসহ ৯ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা দায়ের করার অপরাধে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বাদী নজরুল ইসলাম গাজীকে থানার লকআপে আটকে রাখা হয়।

বৃহস্পতিবার বাংলানিউজে এবং শুক্রবার কয়েকটি দৈনিকে এ খবর প্রকাশিত হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার সকালে ছাড়া পাওয়ার পর ওই মামলার বাদীর সন্ধান পাওয়া যাচ্ছে না বলে তার পরিবার অভিযোগ করেছেন।

সাতক্ষীরা পুলিশ সুপার হাবিবুর রহমান খান জানান, শুক্রবার পত্রিকায় খবর প্রকাশের পর তিনি এ ঘটনা তদন্তের জন্য সাতক্ষীরা সদর সহকারী পুলিশ সুপার অহেদুজ্জামানকে নির্দেশ দিয়েছেন। আগামী ২ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। তদন্তে সবকিছু বেরিয়ে আসবে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।