ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রংপুরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ৩

সাজ্জাদ হোসেন বাপ্পী, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১০

রংপুর: রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার খিয়ারপাড়ায় শুক্রবার ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।



এ ঘটনায় আহত পাঁচ জনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
তারাগঞ্জের ইকরচালি হাইওয়ে পুলিশের এস আই জামাল উদ্দিন বাংলানিউজকে জানান, সকাল ১১টার দিকে দিনাজপুর থেকে রংপুরগামী একটি মাইক্রোবাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাসের এক যাত্রী নিহত হন। আহত হন সাত জন।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আরও দুই জনের মৃত্যু হয় হাসপাতালের ওয়ার্ড মাস্টার জীবন বিশ্বাস বাংলানিউজকে জানিয়েছেন।

নিহতরা হলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের মজিবর রহমানের ছেলে ছাদেকুল (৩০) বানিয়াপাড়া গ্রামের চান্দু মিয়ার ছেলে মতলুবার (৫০) এবং হাসান সরকারের ছেলে মোহসীন (৩৫)।

পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করলেও চালক ও হেলপারকে গ্রেপ্তার করতে পারেনি।

এ ব্যাপারে তারাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad