ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আড়াইহাজারে ১৫ বোমা উদ্ধার

তানভীর হোসেন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১০

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে শুক্রবার বিকেলে পরিত্যক্ত অবস্থায় ১৫টি বোমা, দ’ুটি রাম দা ও দুটি ছোরা উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদাসাদি গ্রামে বাদশা মিয়ার মালিকানাধীন পাওয়ার লুম (ুদ্র টেক্সটাইল মিল ফ্যাক্টরি) এর পেছনের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ব্যাগ থেকে এসব উদ্ধার করা হয়।



উদ্ধারকৃত প্রতিটি বোমার ওজন ২শ’ থেকে ৩শ’ গ্রাম।

আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। ঝোপের মধ্যে একটি ব্যাগ থেকে ১৫টি বোমা, দু’টি ছোরা ও দ’ুটি রাম দা উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, কোনো সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির জন্য এসব বোমা ও ধারালো অস্ত্র ওই ঝোপে রেখেছিল।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।