ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টঙ্গীতে জোড় ইজতেমা শুরু ॥ এবার দু’দফায় অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১০

গাজীপুর: টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে শুক্রবার থেকে তবলীগ জামাতের জোড় ইজতেমা শুরু হয়েছে।

পাঁচদিনব্যাপী এই জোড় ইজতেমা শেষ হবে ৩০ নভেম্বর বাদ জোহর।

এবারের জোড় ইজতেমায় দেশি-বিদেশি দুই সহস্রাধিক মুসুল্লি অংশ নিয়েছেন।

শুক্রবার জোড় ইজতেমার প্রথম দিন জুমার নামাজে লাধিক মুসুল্লি অংশ নেন। জুমার নামাজ পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের।

এদিকে এবার বিশ্ব ইজতেমা দুই দফায় মোট ছয় দিনে অনুষ্ঠিত হবে। জানুয়ারির শেষ সপ্তাহে শুরু হবে বিশ্ব ইজতেমা।
 
এ ব্যাপারে বিশ্ব ইজতেমার কেন্দ্রিয় কমিটির মুরুব্বী মো. গিয়াস উদ্দিন জানান, ক্রমবর্ধমান মুসুল্লিদের কথা চিন্তা করে এবার দু’দফায় বিশ্ব ইজতেমার বয়ান ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, প্রথম দফা ২১ জানুয়ারি বাদ ফজর শুরু হয়ে ২৩ জানুয়ারি আখেরি মোনজাতের মাধ্যমে শেষ হবে। এরপর চার দিন বিরতি দিয়ে দ্বিতীয় দফা শুরু হবে ২৮ জানুয়ারি এবং ৩০ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে।

ইজতেমায় অংশ নেওয়া মুসুল্লিদের সংখ্যা প্রতিবছর বৃদ্ধি পাওয়ায় এবং মাঠে মুসুল্লিদের স্থান সঙ্কুলান না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।