ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কদমতলীতে সন্ত্রাসীদের দু’গ্রুপে বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধ পথচারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১০

ঢাকা: রাজধানীর কদমতলী থানার পূর্ব জুরাইন খালপাড় এলাকায় শুক্রবার দুপুরে সন্ত্রাসীদের দু’গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের সময় এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ এ পথচারীর নাম জাহাঙ্গীর আলম টিটু (৪৫)।

তিনি ৩৪৬ নং পূর্ব জুরাইনের নোয়াখালী পট্টিতে থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে জুরাইনের খালপাড় এলাকায় স্থানীয় সন্ত্রাসীদের দু’গ্রুপে বন্দুকযুদ্ধ শুরু হয়। সে সময় পাশ দিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীদের ছোড়া গুলি টিটুর কপালে ঢুকে মাথার পিছন দিয়ে বের হয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে বিকেল সাড়ে তিনটার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

বিকেল সোয়া ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ পৌঁছেনি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।