ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

জয়পুরহাটে ৬৭ পরীক্ষার্থীসহ শিক ও এনজিও কর্মকর্তার বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১০
জয়পুরহাটে ৬৭ পরীক্ষার্থীসহ শিক ও এনজিও কর্মকর্তার বিরুদ্ধে মামলা

জয়পুরহাটঃ জয়পুরহাটে আনন্দ স্কুলের নামে ভুয়া পরীক্ষার্থী এবং ভূয়া পরীক্ষার্থী সাজানোর কাজে সহযোগী শিক ও স্থানীয় ৩টি এনজিও কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে জয়পুরহাট সদর থানায় পাবলিক পরীক্ষা অপরাধ আইনে আরবি বিদ্যালয়ের কেন্দ্র সচিব আফজাল হোসেন বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।


 
মামলায় ৬৭ জন ছাত্র-ছাত্রীসহ ৮২ জনকে আসামি করা হয়েছে।

অভিযুক্ত ছাত্র-ছাত্রীরা জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী হওয়ার এনজিও ৩ টির কর্মকর্তা ও ১২ জন শিক্ষক অসৎ উদ্দেশ্যে তাদেরকে ব্যবহার করায় তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হেনা মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনে স্থানীয় এনজিও এমএসকে, এসডিএস এবং অ্যাসেট পরিচালিত আনন্দ স্কুলের হয়ে ভুয়া পরীক্ষার্থী সেজে পরীক্ষা দিতে এসে আরবি সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অভিযুক্ত ওই ৬৭ জন আটক হয়।

পরে তাৎণিক আদালত বসিয়ে ম্যাজিস্ট্রেট পরীক্ষার্থীদের বহিষ্কার করেন এবং মুচলেকা নিয়ে জামিনে মুক্তি দেন।

এ দিকে মামলায় কোমলমতি এসব ছাত্র-ছাত্রীকে আসামি করায় অভিভাবক ও ছাত্র ছাত্রীরা আতংকিত হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৩১০ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।