ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাস জমি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১০
খাস জমি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের কামালদিঘীরপাড় নামক স্থানে শুক্রবার সকালে খাস জমি দখলকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।



আহতদের মধ্যে ১০জনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম পরিচয় জানা যায়নি।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম ফারুক জানান, শুক্রবার সকালে কামাল দিঘীরপাড়ের একটি খাস জমি নিয়ে আমীর আলী এবং শাহরাজ মেম্বারের মধ্যে প্রথমে কথাকাটা-কাটি হয়। পরে তাদের সমর্থকরা দেশে তৈরি অস্ত্র-শস্ত্র নিয়ে সংর্ঘর্ষে জড়িয়ে পরে।

খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরবর্তী সংঘর্ষ এড়াতে ওই এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২১০ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।