ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় মোটরসাইকেল ছিনতাইকারী সিন্ডিকেটের মূল হোতা ফারুকসহ আটক ২

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জুলাই ৫, ২০১০

কুষ্টিয়া: ভেড়ামারা থানা পুলিশ সোমবার রাতে কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী, কুষ্টিয়ায় মোটরসাইকেল ছিনতাইকারী সিন্ডিকেটের মূল হোতা ফারুক হোসেন (২৪) ও তার প্রধান সহযোগী বিপুল (২২) কে আটক করেছে।

ফারুক উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চণ্ডিপুর ক্যানালপাড়া গ্রামের মৃত মনির চৌকিদারের পুত্র।

বিপুল ভেড়ামারা উপজেলার িেমরদিয়াড় গ্রামের আইয়ুব আলী কমান্ডারের পুত্র।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮টার দিকে ভেড়ামারা থানার ওসি এরশাদুল কবির চৌধুরীর নেতৃত্বে উপপরিদর্শক আবুল খায়ের সঙ্গীয় ফোর্স নিয়ে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে ফারুক হোসেনকে আটক করেন। ফারুকের স্বীকারোক্তি অনুযায়ী রাত সাড়ে ১১টার দিকে পাবনা জেলার ঈশ্বরদী থানার পাকশী রূপপুরে শ্বশুরবাড়ি থেকে তার প্রধান সহযোগী বিপ্লব ওরফে বিপুলকে আটক করা হয়।

আটক দু’জনের বিরুদ্ধে ভেড়ামারা, দৌলতপুর, নাটোর, লালপুর থানায় মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে ১০/১২টি মামলা রয়েছে বলে জানান ভেড়ামারা থানার ওসি এরশাদুল কবির চৌধুরী।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ