ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

ট্রেনের ইঞ্জিনে আগুন দেয়ার চেষ্টা শিবিরের, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৬, মার্চ ৪, ২০১৩
ট্রেনের ইঞ্জিনে আগুন দেয়ার চেষ্টা শিবিরের, আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর নিউমার্কেটের পাশে চট্টগ্রাম রেলস্টেশনে ট্রেনের ইঞ্জিনে আগুন দেয়ার চেষ্টা করেছে জামায়াতের ছাত্র সংগঠন শিবিরের নেতাকর্মীরা। এসময় জনতার ধাওয়ায় ইঞ্জিনে আগুন দিতে ব্যর্থ হয়ে ৪ নম্বর প্লাটফর্মে পরপর চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায় শিবির কর্মীরা।



এদিকে ট্রেনের ইঞ্জিনে আগুন দিতে ব্যর্থ হয়ে পালিয়ে যাওয়ার সময় শফিকুল ইসলাম নামে এক শিবির কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। শফিকুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।

সোমবার রাত সাড়ে আটটার দিকে ৪নম্বর প্লাটফর্মে এসব ঘটনা ঘটেছে।

বিভাগীয় রেলওয়ে ম্যানেজার সুকুমার ভৌমিক বাংলানিউজকে জানান, পুরাতন স্টেশনে সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনজন যুবক রেলওয়ের ইর্মাজেন্সি শাটল ট্রেনের দু`টি (নম্বর-২২৩২ ও ২২৩৪) ইঞ্জিনে প্যান্টের কাপড় দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে। এসময় প্লাটফর্মে অবস্থানরত জনতা তাদের বাধা দেয়। এরপর জনতা তাদের ধাওয়া দিলে পালিয়ে যাওয়ার সময় পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক ফয়েজুর রহমান বাংলানিউজকে জানান, জনতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শফিকুল ইসলামকে আটক করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

শফিকুল ইসলামের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বরইতলী গ্রামে।

রেলওয়ে স্টেশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সুকুমার ভৌমিক।

এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার বাড়বকুন্ড রেল স্টেশনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড় ৯টার দিকে ওই স্টেশনে আগুন দেয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো.জাকির হোসেন বাংলানিউজকে বলেন,‘বাড়বকুণ্ড রেল স্টেশনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ‘

এ  স্টেশনটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বলে জানান  তিনি।

বাংলাদেশ সময়: ২১ ১৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৩
এসজি/আরডিজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।