ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় হত্যা মামলার আসামি ২ পিস্তলসহ গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, জুলাই ৫, ২০১০

সাভার: সাভারের আশুলিয়া খেজুর বাগানের সাইফুল হত্যা মামলার প্রধান আসামি মো. ইকবাল হোসেনকে দু’টি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার দুপুরে রাজধানীর উত্তরা থেকে র‌্যাব-১ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে র‌্যাব ও আশুলিয়া থানা পুলিশ।



নাম প্রকাশে অনিচ্ছুক এক র‌্যাব কর্মকর্তা বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ইকবালকে বর্তমানে র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাতে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে।

ঝুট ও ডিশ ব্যবসাকে কেন্দ্র করে গত ১১ মে দিনের বেলায় স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলামকে (৩০) গুলি করে সন্ত্রাসীরা। পরে গুলিবিদ্ধ সাইফুলকে হাসপাতালে নিতে বাধা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করে।

নিহতের ভাই বাদী হয়ে ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার হওয়ায় অচিরেই বাকিদের গ্রেপ্তার করা সম্ভব হবে। ’

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।