ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লালপুরের সাবেক এমপি মমতাজ হত্যা মামলার রায় ৫ মার্চ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৩
লালপুরের সাবেক এমপি মমতাজ হত্যা মামলার রায় ৫ মার্চ

নাটোর: নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, নাটোর ১ ( লালপুর - বাগাতিপাড়া ) আসনের  সাবেক  সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন হত্যা মামলার রায় আগামী ৫ মার্চ ঘোষণা করা হবে।

মঙ্গলবার এ হত্যা মামলার সওয়াল জওয়াব ( যুক্তিতর্ক) শেষে আদালত রায়ের তারিখ ঘোষণা করেন।



গত বছরের ৪ অক্টোবর থেকে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরীর আদালতে  মামলাটির বিচার কার্যক্রম শুরু হয়।

মামলায় মোট ৩৪ জন স্বাক্ষীর মধ্যে  বাদী প্রয়াত মমতাজের ভাই আবুল কালাম আজাদসহ ২৪ জন স্বাক্ষী আদালতে স্বাক্ষ্য দেন।

২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার মামলার সওয়াল জওয়াব (যুক্তিতর্ক) সম্পন্ন হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর এনতাজুল বাবু।

বিচারকালে মোট ১৩ জন আসামির মধ্যে আরিফ হোসেনসহ ১০ জন আসামি উপস্থিত ছিলেন। আসামি আলম ও দুই বাবুসহ মোট ৩  জন পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৩ সালের ৬ জুন দলীয় কাজ সেরে গোপালপুর থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি আব্দুলপুরের মিলকিপাড়া গ্রামে ফেরার পথে রাত ১০টার দিকে দাঁইড়পাড়া-নেঙ্গুরিয়া সড়কে রাস্তায় ব্যারিকেড দিয়ে মোটরসাইকেল থামিয়ে মমতাজকে কুপিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী।
এ ব্যাপারে পরদিন ৭ জুন লালপুর থানায় একটি হত্যা মামলা রেকর্ড করা হয়।

উল্লেখ্য, মমতাজ উদ্দিন ১৯৮৬ সালে লালপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের জাতীয় নির্বাচনে ওই আসন থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুর রহমান পটলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।