ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীতে একরাতে ২ বাড়িতে ডাকাতি, ডাকাত সর্দার গ্রেপ্তার

খান মো. জহুরুল হক, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১০

রাজবাড়ী: রাজবাড়ী জেলা সদরের বানিবহ ইউনিয়নের সৈয়দপাঁচুরিয়া গ্রামে এক রাতে পাশাপাশি দুটি বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাধিক টাকার মালামাল লুট নিয়েছে ডাকাতরা।

এ ঘটনায় এলাকাবাসী ডাকাত সর্দার আফছার শেখকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।



রাজবাড়ী থানার এসআই দীপক কুমার বাংলানিউজকে জানান, বুধবার রাত ১১ টার দিকে সৈয়দ পাঁচুরিয়া গ্রামের মনিরুজ্জামান শেখের স্ত্রী সাথী বেগম প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ডাকাতদল ভেতরে ঢুকে পড়ে। এরপর অস্ত্রের মুখে তাকে জিম্মি করে নগদ ৮১ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
 
সাথী জানান, এসময় বাড়িতে কোনও পুরুষ ছিল না। গৃহকর্তা মনিরুজ্জামান সেখ ঢাকায় এলজি-বাটারফ্লাই কোম্পানিতে কর্মরত।

এদিকে একই দুর্বৃত্তদল ডাকাতি শেষে সাথী বেগমকে সঙ্গে নিয়ে পাশের আলেম সেখের বাড়িতে যায়। সেখানে সাথীর বৃদ্ধা শাশুড়ি গুরুতর অসুস্থ জানিয়ে সাহায্য চাইলে তারা দরোজা খুলে দেয়। এ সুযোগে সঙ্গে সঙ্গে ডাকাতরা আলেম সেখের বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২ লাখ টাকা নিয়ে যায়।

পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য ডাকাত সর্দার আফছার শেখকে আটক করে গণধোলাই দেয়।

রাজবাড়ী থানা পুলিশ ওই রাতেই ঘটনাস্থল থেকে তাকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।

গরু ব্যবসায়ী আলেম শেখ জানান, ব্যবসার কাজে ওইদিনই টাকাগুলো ব্যাংক থেকে উত্তোলন করে ঘরে এনে রেখেছিলেন।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।