ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘বিএসএফ-খাসিয়াদের হামলা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, জুলাই ৫, ২০১০

ঢাকা: সিলেটের জৈন্তাপুর সীমান্তে বাংলাদেশিদের ওপর বিএসএফ ও খাসিয়াদের হামলার ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

‘সরকার বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ নিয়ে আলোচনার জন্য আগামী রমজানের মধ্যে জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপের বৈঠক হবে।



গত কয়েকদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে ভারতীয় হাইকমিশনার রজিত মিত্রকে মন্ত্রণালয়ে ডেকে এনে বৈঠক করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী নিজ নিজ দেশের জনগণকে শান্তিপূর্ণভাবে বসবাস করতে উদ্বুদ্ধ করবে। রজিত মিত্রও এ বিষয়ে একমত পোষণ করেছেন। ’

সীমান্তে শান্তির জন্য সবকিছু করা হবে জানিয়ে শামসুল হক টকু বলেন, ‘... তবে জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কি গ্রুপের বৈঠক না হওয়া পর্যন্ত কিছু বলা ঠিক হবে না। ’

ওই বৈঠকেই এ ধরনের হামলার সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘উভয় সীমান্তে অপদখলীয় ভূমি রয়েছে। এসব অপদখলের কোনো কোনো ক্ষেত্রে ভারত, কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে। এসব সমস্যা সমাধানের জন্য যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারাই এর সমাধান করবেন। ’

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার বলেন, ‘সীমান্ত সমস্যা নিয়ে ১৯৭৪ সাল থেকে কাজ করছে জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ। উভয় দেশের যুগ্মসচিব পর্যায়ের এ কমিটির বৈঠক বেশ ক’বছর ধরে হচ্ছে না। এ কারণেই বারবার এ ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। ’

এদিকে, জামায়াতে ইসলামীর দেওয়া আল্টিমেটামের জবাবে শামসুল হক টুকু বলেন, ‘তারা তো হুমকি-ধমকি দিয়েই যাচ্ছে। তাদের নেতারা গ্রেপ্তার হওয়ার আগেও দিয়েছে। তারা বলেছিল,তাদের বিচারের কাজ শুরু করলে সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে। ’

শরিক বিএনপিও একই কারণে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বাঁচাতে এই দলটি হরতাল দিয়েছে। এসবে কোনো কাজ হবে না। সরকার যুদ্ধাপরাধীদের বিচার করেই ছাড়বে। ’

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুলাই ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।