ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেট রুটে ২ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন, ফের স্বাভাবিক

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০

মৌলভীবাজার: সিলেট-আখাউড়া রেল সেকশনের শ্রীমঙ্গলের সাতগাঁওয়ে মঙ্গলবার সিলেটগামী আন্তঃনগর পারবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হলে ওই রুটে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়।

মেরামতের পর দুপুর ১টার দিকে ফের স্বাভাবিক হয় এই রুটে ট্রেন চলাচল।



শ্রীমঙ্গল রেলস্টেশনের একজন কর্মকর্তা জানান, বেলা ১১টার দিকে ওই ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে সারাদেশের সঙ্গে সিলেট বিভাগের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন কুলাউড়া, শমসেরনগর ও শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে।

মেরামতের পর দুপুর ১টা ১০মিনিটে ট্রেনটি শ্রীমঙ্গল সাতগাঁও পাহাড় থেকে সিলেটের উদ্দেশ্যে শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে যায় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad