ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

একজনের বাড়ি রক্ষার জন্য হরতাল হতে পারে না- স্বরাষ্ট্রমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০
একজনের বাড়ি রক্ষার জন্য হরতাল হতে পারে না- স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, ‘একজনের বাড়ি রক্ষার জন্য হরতাল হতে পারে না। হরতাল বিরোধীদলের গণতান্ত্রিক অধিকার।

তবে, হরতালের নামে অরাজকতা, ধ্বংসাত্মক কার্যকলাপ বরদাশত করা হবে না। ’

শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বিবেচনা করে বিরোধী দলের নেত্রীর প্রতি হরতাল প্রত্যাহারের আহ্বানও জানান তিনি।

মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান শিকদার উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিরোধী দলীয় নেত্রীর বাড়ি নিয়ে আদালতে যাওয়ার বিষয়টি তার ছেলে তারেক জিয়া, নাজমুল হুদাসহ অনেক বিএনপি নেতাই ‘উচিত হয়নি’ বলে মন্তব্য করেছেন। বাড়ি রক্ষার জন্য হরতাল আহ্বান করায় দেশের মানুষ তাদের ছিঃ ছিঃ করছে। মানুষ যেহেতু দেশে হরতাল চায় না, তাই জনগণই এটা মোকাবেলা করবে। ’

তিনি বলেন, ‘আগামী ২৯ নভেম্বর আদালতে বাড়ির শুনানি, আর তিনি ৩০ তারিখ হরতাল ডাকলেন। ২৯ তারিখ শুনানি শেষ নাও হতে পারে। ’

তিনি এ সময় আরো বলেন, ‘অগণতান্ত্রিকভাবে ধ্বংসাত্মক কার্যকলাপ ও অরাজকতা চালাতে চাইলে আমরা তা বরদাশত করবো না। তবে, হরতাল তাদের গণতান্ত্রিক অধিকার। তারা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করলে তাতে বাধা দেওয়া হবে না। ’

স্বরাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বিভিন্ন স্কুলে এখন শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। এসব শিক্ষার্থীরা আমাদের সবার সন্তান! তাদের পরীক্ষার কথা ও দুর্যোগের কথা বিবেচনা করে হরতাল প্রত্যাহারের অনুরোধ করছি। ’

হরতালের যৌক্তিকতার প্রশ্ন তুলে তিনি সাংবাদিকদের বলেন, ‘বাড়ি রক্ষা, না দুই ছেলের মামলা থেকে রক্ষা করা, নাকি শিক্ষার্থীদের পরীক্ষা নষ্ট করতে তারা হরতাল দিয়েছে, তা তাদের জিজ্ঞাসা করুন।

তিনি বলেন, ‘তারা যখন যা করেন, তাতেই ধ্বংসাত্মক কার্যকলাপ চালান। এবার তা করতে দেয়া হবে না। তারা যেন নাশকতামূলক কার্যকলাপ না করতে পারে, সেজন্য গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের যথাযথ ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। ’

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে করেন, তারা গত হরতালে ৩০টি গাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করেছে। একজনের বাড়ি রক্ষার জন্য হরতাল হতে পারে না।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।