ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তিনবিঘা করিডোর নিয়ে বাংলাদেশের দাবি পূরণ হচ্ছে

রক্তিম দাশ. সিনিয়র করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০
তিনবিঘা করিডোর নিয়ে বাংলাদেশের দাবি পূরণ হচ্ছে

কলকাতা: আন্তর্জাতিক তিনবিঘা করিডোর নিয়ে অবশেষে বাংলাদেশের দাবি পূরণ হতে চলছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক এ করিম।

বাংলানিউজকে দেওয়া সাক্ষাৎকারে তারিক এ করিম বলেন, ‘তিনবিঘায় উড়ালপুল নির্মাণ এবং সারাদিন করিডোর খোলা রাখার বিষয় নিয়ে দিল্লি-ঢাকার মধ্যে আলোচনা চলছে।

সবকিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুতই সমস্যার সমাধান হবে। ’

সবার আগে করিডোর ২৪ ঘণ্টা খোলা রাখার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সম্প্রতি দিল্লিতে দু’দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে যে বৈঠক হয় তাতে তিনবিঘা করিডোরের বিষয়টি ওঠে আসে। এনিয়ে বিস্তারিত আলোচনা পর বেশ কিছু সিদ্ধান্ত হয়। এরপরেই গত ১৮ নভেম্বর তারিক এ করিম চ্যারাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

পরে তিনি বুড়িমারি সীমান্ত হয়ে দহগ্রাম, অঙ্গারপোতা ছিটমহলসহ তিনবিঘা করিডোর এলাকা পরিদর্শন করেন।

১৯৯২ সালে চালু হয় ঐতিহাসিক তিনবিঘা করিডোর। করিডোরটি প্রথম দিকে তিন ঘণ্টা চালু থাকলেও বর্তমানে সময় বাড়িয়ে ১২ ঘণ্টা করা হয়েছে। তবে এই করিডোরকে ২৪ ঘণ্টা খোলা রাখার দাবি জানিয়ে আসছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।