ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

কুড়িগ্রামে ইভটিজারদের হাতে বৃদ্ধ খুনের ঘটনায় গ্রেপ্তার ১

ফজলে ইলাহী স্বপন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০
কুড়িগ্রামে ইভটিজারদের হাতে বৃদ্ধ খুনের ঘটনায় গ্রেপ্তার ১

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নাতনীকে উত্ত্যক্ত করার প্রতিবাদকারী এক বৃদ্ধকে গলা টিপে হত্যার ঘটনায় ইভটিজার মোস্তফাকে সোমবার দিবাগত রাতে আটক করেছে পুলিশ।

ভূরুঙ্গামারী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী দেওয়ানের খামার থেকে রাত ১২টার দিকে মোস্তফাকে গ্রেপ্তার করা হয়।



তিনি জানান, মঙ্গলবার দুপুর ১২টায় মূখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়েছে। তবে আদালতে নেওয়ার আগে মোস্তফা নিজেকে নির্দোষ দাবি করে পুলিশকে জানায়, ঘটনাস্থলে সে উপস্থিত থাকলেও ইভটিজিং ও হত্যার ঘটনা ঘটিয়েছে স্থানীয় রিপন ও তার আত্মীয়-স্বজন।

উল্লেখ্য, ঈদের দিন সকালে নাতনীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভূরুঙ্গমারীর নলেয়া গ্রামের আব্দুস সোবহানকে মারধর করে ও গলা টিপে হত্যা করে স্থানীয় ইভটিজার বখাটেরা।


বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।