ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিডিআর বিদ্রোহ: হাসপাতাল ইউনিটের জওয়ানদের অভিযোগ গঠন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০

ঢাকা: পিলখানাস্থ বিডিআর হাসপাতাল ইউনিটের ২৫৬ জনের বিরুদ্ধে বিদ্রোহের ঘটনার বিচারে অভিযোগ গঠনের শুনানি মঙ্গলবার সকাল সোয়া ১০টায় সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে শুরু হয়েছে।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় পিলখানার বিডিআর হাসপাতাল ইউনিটের অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে সোমবার অভিযোগ পড়ে শোনানো হয়।



এই ইউনিটের ২৫৬ জন আসামির মধ্যে সোমবার ৯৯ জনের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ পড়ে শোনান আদালত। মঙ্গলবার বাকি আসামিদের বিরুদ্ধে থাকা অভিযোগ পড়ে শোনানো হচ্ছে।

বিডিআর সদর দপ্তরে দরবার হলে স্থাপিত বিশেষ আদালত ১০-এ কর্নেল ওবায়দুল আহসানের নেতৃত্বে শুনানি শুরু হয়। তাকে সহায়তা করেন লে. কর্নেল নূরুল আলম এবং মেজর এসএম কাওসার। পরিবর্তিত নতুন আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করছেন লে. কর্নেল আব্দুল আলিম।

গত ২৮ এপ্রিল হাসপাতাল ইউনিটের বিচার প্রক্রিয়া বিশেষ আদালত -৬ এ শুরু হয়। পরের দিন ২৯ এপ্রিল আদালতের কার্যক্রম চলার পর ২২ নভেম্বর অভিযোগ গঠনের দিন ঠিক করে শুনানি মুলতবি করা হয়। প্রসিকিউটর লে. কর্নেল আব্দুল আলিম হাসপাতাল ইউনিটের ২৫৬ জনের বিরুদ্ধে গত ২৯ এপ্রিল আদালতে অভিযোগ তুলে ধরেন।

অভিযোগগুলোর মধ্যে অন্যতম হলো - তৎকালীন ডিজির আদেশ অমান্য করা, কর্তৃপরে অনুমতি ছাড়া অস্ত্রভাণ্ডার থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট, বিদ্রোহের সময়ের তথ্য গোপন করা, অধিনায়কের অনুমতি ছাড়া ইউনিট ত্যাগ।

বাংলাদেশ সময়: ১২৪০ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।