ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে পুড়ে ছাই বিপুল পরিমাণ চামড়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০

চট্টগ্রাম: চট্টগ্রামের অক্সিজেন এলাকায় মঙ্গলবার সকালে চামড়ার কারখানায় আগুনে বিপুল পরিমাণ কাঁচা চামড়া পুড়ে গেছে।

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা বিশু কুমার দাস বাংলানিউজকে জানান, মঙ্গলবার সকাল ৯টায় মদিনা ট্যানারির একটি গুদামে বৈদুত্যিক শর্টসার্কিট থেকে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকাল ১০টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

মদিনা ট্যানারির মালিক আবু মোহাম্মদ বাংলানিউজকে বলেন, ‘পরিশোধনের জন্য রাখা কাঁচা চামড়া ও মূল্যবান মেশিনারিজ পুড়ে গেছে। ’

তবে য়তির বিষয়ে তাৎণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

তবে ফায়ার সার্ভিস দাবি করেছে, আগুনে প্রায় দশ লাখ টাকার কাঁচা চামড়া, রাসায়নিক পদার্থ ও মেশিনারিজ পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।