ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০

মানিকগঞ্জ: মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নের ডাউটিয়ায় মঙ্গলবার সকালে টেম্পু উল্টে শিক্ষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন।



প্রত্যক্ষদর্শী জাকির খান বাংলানিউজকে জানান, সকাল পৌনে ১০টায় ডাউটিয়া-মানিকগঞ্জ সড়কে একটি টেম্পু নিয়ন্ত্রণ হারিয়ে খানপুর মোড়ে উল্টে যায়। এসময়  ঘটনাস্থলেই বার্থা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তৌকির আহমেদ (২৮) মারা যান।

দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন গড়পাড়া দিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদা আক্তারসহ আরও ৩ জন। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে স্থানীয় জনতা ডাউটিয়া-মানিকগঞ্জ সড়কে টেম্পু চলাচল বন্ধ করে দিয়েছে।
 
মানিকগঞ্জ সদর থানার ওসি আবু তাহের মিয়া বাংলানিউজকে জানান, ঘটনার পর টেম্পুর চালক পলিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।