ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহের শৈলকুপায় ৫টি বোমা ও বন্দুক উদ্ধার

আসিফ ইকবাল কাজল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বেড়বাড়ি গ্রাম থেকে সোমবার রাতে ৫টি তাজা বোমা ও ১টি শার্টার গান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

ঝিনাইদহ র‌্যাবের এএসপি রেজাউল করিম বাংলানিউজকে জানান, সোমবার দিনগত রাত ১১টার দিকে শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের বেড়বাড়ি গ্রামে সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ওই গ্রামের একটি খালের ধারে ব্যাগভর্তি বোমা ও একটি শার্টার গান রেখে পালিয়ে যায়।

তিনি আরও জানান, রাত সাড়ে ১০টার দিকে সন্ত্রাসীরা ঝিনাইদহ শহরের শৈলকুপার দিগনগর ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম মাছুমের আরাপপুরে বাসায় বোমা হামলা চালায়। এ ঘটনার পর রাতেই র‌্যাব বিভিন্ন স্থানে অভিযান শুরু করে।

এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে।
    
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।