ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টিকিট না পেয়ে তারাকান্দি রেলস্টেশনে কালোবাজারিদের হামলা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১০

জামালপুর: ট্রেনের টিকিট না পেয়ে জামালপুরের তারাকান্দি রেলস্টেশনে সোমবার সন্ধ্যায় কতিপয় কালোবাজারি  স্টেশনের কর্মচারীদের মারধর করেছে।

এসময় তাদের ভয়ে স্টেশন মাস্টার স্টেশনে তালা ঝুলিয়ে আত্মগোপন করেন।



সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, তারাকান্দি এলাকার একটি চক্র দীর্ঘদিন ধরে স্টেশনে টিকিট কালোবাজারি করে আসছিলো।

সোমবার বিকেলে লাইনের মাধ্যমে যাত্রীদের কাছে ঢাকাগামী আন্তঃনগর যমুনা ও অগ্নিবীণা এক্সপ্রেসের সব টিকিট বিক্রি হয়ে যায়। সন্ধ্যায় কালোবাজারীরা টিকিট চাইলে কাউন্টার থেকে টিকিট ফুরিয়ে গেছে বলা হলে তারা প্তি হয়ে ওঠে।

লিমন নামে স্থানীয় এক সন্ত্রাসীর নেতৃত্বে তারা স্টেশন কর্মচারী শাহজাহান ও দেলোয়ারকে মারধর করে।   এরপর তারা পিস্তল উঁচিয়ে স্টেশন মাস্টারকে খুঁজতে থাকে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এসময় স্টেশন মাস্টার মীর্জা সামছুল আলম স্টেশনের সব কে তালা ঝুলিয়ে দিয়ে চলে যান।

এ ব্যাপারে মোবাইল ফোনে স্টেশন মাস্টার মীর্জা সামছুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাকে পেলে ওরা আমাকে মেরে ফেলতো। ’

অবশ্য এর বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির উদ্দিন জানান, স্টেশনে পুলিশ অবস্থান করছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ