ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

তাপসের মামলার প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা ফের বাড়লো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১০

ঢাকা: ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের উপর বোমা হামলা মামলার পুলিশ প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা ফের বাড়ানো হয়েছে।

সোমবার মামলার প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য ছিল।



তদন্ত কর্মকর্তা কোনো প্রতিবেদন আদালতে জমা না দেওয়ায় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ জানুয়ারী দিন ধার্য করেন।  

মামলার পুলিশ প্রতিবেদন দাখিলের জন্য এ নিয়ে ৫ বার সময় বাড়ালো আদালত। একই কারণে গত ২১ জুলাই প্রতিবেদনের মেয়াদ বাড়ানো হয়েছিল।
 
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে হত্যার উদ্দেশে গত ২৩ অক্টোবর মতিঝিলস্থ তার চেম্বারের সামনের রাস্তায় সন্ত্রাসীরা বোমা হামলা চালায়।

মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আকবর হোসেন মামলাটি তদন্ত করছেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।