ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আইন সাংবাদিকতায় ব্যারিস্টার ইশতিয়াক পদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
আইন সাংবাদিকতায় ব্যারিস্টার ইশতিয়াক পদক

ঢাকা: সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের নামে আইন সাংবাদিকতায় পদক চালু হয়েছে।

আইন, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের শীর্ষ সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মাশহুদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ল’ রিপোর্টার্স ফোরাম সদস্যদের জন্য প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে প্রতিটিতে দু’টি করে মোট চারটি পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ’’

এ উদ্যোগে মরহুম ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের পরিবার সম্মতি জানিয়েছেন।  

২০১২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে আইন, বিচার ও সংবিধান বিষয়ক প্রকাশিত/ প্রচারিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রথমবারের মতো এ পদক দেওয়া হবে।

সংবিধান বিশেষজ্ঞ সৈয়দ ইশতিয়াক ১৯৯১ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
এমইএস/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।